২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সস্তা স্মার্টওয়াচ আনল আইটেল

-

ভারতের বাজারে এসেছে আইটেলের প্রথম স্মার্টওয়াচ। আইটেল স্মার্টওয়াচ ওয়ান ইএস নামের ঘড়িটিতে আছে বর্গাকার ডায়ালের একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ফিচার। এমনকি এতে ইনবিল্ট কিছু গেমও আছে। একবার পুরোপুরি চার্জে এটি ১৫ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। ভারতের বাজারে আইটেল স্মার্টওয়াচ ওয়ান ইএস-এর দাম ১,৯৯৯ রুপি।
আইটেল স্মার্টওয়াচ ওয়ান ইএস ঘড়িটি বর্গাকার ডায়ালের সাথে এসেছে।
যার আইপিএস এলসিডি স্ক্রিনের দৈর্ঘ্য ১.৭ ইঞ্চি। এর ডান ধারে একটি ডিজিটাল ক্রাউন বাটন বর্তমান, যার মাধ্যমে এটিকে পরিচালনা করা সম্ভব। বাজারে চলতি বাজেট স্মার্টওয়াচগুলোর মতো এতেও রয়েছে ফিটনেস ট্র্যাকার। তাছাড়া স্মার্টওয়াচটিতে আছে একাধিক স্পোর্টস মোড। এগুলো হলো রানিং, সাইক্লিং, স্কিপিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল ও যোগা। এমনকি ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে এতে রয়েছে হার্ট রেট মনিটর এবং ব্লাড অক্সিজেন লেভেল মনিটর। এই ওয়্যারেবলে আরো আছে স্মার্ট নোটিফিকেশন, এলার্ম, ওয়েদার, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল, ক্যামেরা শাটার কন্ট্রোল ইত্যাদি।

 


আরো সংবাদ



premium cement